বাস্তব জীবনেই কি শাবনূর দজ্জাল বউ?
প্রকাশিত হয়েছে : ৮:৩১:০৮,অপরাহ্ন ১৮ ডিসেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক:: শিরোনাম পড়ে মনে অনেক প্রশ্নই জাগতে পারে। কেননা তারকাদের ব্যক্তিগত জীবন নিয়েই রটে যত রটনা। তবে কি দজ্জাল মনোভাবের কারণেই ব্যক্তিগত জীবনে সুখে নেই এই অভিনেত্রী?
না, এমন কিছুই নয়। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এই জনপ্রিয় অভিনেত্রীকে এখন আর সেভাবে সিনেমাতে দেখা যায় না।অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরলেও শুটিং শুরু করেননি শাবনূর। আসছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই শুটিং শুরু করবেন বলে জানালেন।
সেই লক্ষ্যে এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন সালাহউদ্দিন লাভলুর ‘জনম জনম’ সিনেমাতে। এতে তিনি অভিনয় করবেন বাড়ির দজ্জাল বড় বউ চরিত্রে। এর আগে ‘মোল্লা বাড়ির বউ’, ‘চার সতীনের ঘর’সহ কয়েকটি সিনেমাতে বউয়ের চরিত্রে অভিনয় করলেও এবারই প্রথম দজ্জাল বড় বউ হিসেবে দেখা যাবে এই অভিনেত্রীকে। তবে দজ্জাল হলেও চরিত্রটি নেতিবাচক নয় বলেই জানালেন শাবনূর।
শাবনূর বলেন, “সিনেমাতে আমার সতিন হিসেবে থাকছেন নিপুণ। গল্পটি মজার। লাভলু ভাই বরাবরই কমেডির মধ্য দিয়ে দর্শকদের মাঝে একটি সুন্দর বার্তা পৌঁছে দেন। এবারও ব্যতিক্রম হচ্ছে না। ডিসেম্বরেই শুটিং শুরু হওয়ার কথা ছিল। আমি শিডিউল দিতে পারিনি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুটিং করব।”