বাস্তবে কি রয়েছে ভূতের অস্তিত্ব?
প্রকাশিত হয়েছে : ৪:৫৮:০৮,অপরাহ্ন ০৩ নভেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক :
বহু ব্যক্তিই বিশ্বাস করেন পৃথিবীতে ভূতের অস্তিত্ব রয়েছে। এর প্রমাণ হিসেবে তারা নানা ঘটনার কথা বর্ণনা করেন। তবে এসব প্রমাণ, বর্ণনা কিংবা বিশ্বাস- সবকিছুই নাকচ করে দেন যুক্তিবাদীরা। সম্প্রতি এ বিষয়ে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডিএনএ ইন্ডিয়া।
প্রাচীন কাল থেকেই ভূতে বিশ্বাস করে মানুষ। প্রাচীন নানা নিদর্শনে রয়েছে ভূত বিশ্বাসের অসংখ্য তথ্য। তবে ভূতের কোনো অস্তিত্ব নেই বলেই বিশ্বাস করেন যুক্তিবাদীরা।
ভারতের ফেডারেশন অব রেশিওনালিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নরেন্দ্র নায়ক বলেন, ‘ভূত মানুষের মনেই রয়েছে। অজানা ভয়ে ভীত একজন গ্রাম থেকে শহরে এসেও তার সে ভয় কাটিয়ে উঠতে পারেন না।’
তিনি আরও বলেন, ‘এটা ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসের বিষয়। খুব অল্প বয়স থেকেই মানুষের মাথায় এ ভূতের বিষয়টি ঢুকে যায়, যা এখনও রয়ে গেছে।’
তিনি জানান, এ বিষয়ে লোকজন এখনও ১৬ শতকের মানসিকতা ধরে রেখেছে। নতুন প্রযুক্তি আমরা গ্রহণ করলেও তার সুফল নেইনি।
তিনি প্রশ্ন রাখেন, যদি জীবিত মানুষ মারা যাওয়ার পরে ভূত হয়ে যায় তাহলে প্রাণীদের কোনো ভূত নেই কেন? তাদেরও তো আত্মা থাকার কথা।
বিভিন্ন স্থানে পাওয়া ভূতের ছবি প্রসঙ্গে তিনি বলেন, এসব কোনোটাই সত্য নয়। যদি সত্যই হতো তাহলে সেগুলো ঘোলা হতো না।
ভূতের অস্তিত্ব প্রমাণে অনেকেই অন্ধকারে শব্দ বা ছায়া দেখার কথা বলেন। এ প্রসঙ্গে নরেন্দ্র নায়ক বলেন, ‘এসব মানুষের কল্পনা কিংবা অন্য কোনো মানুষের সৃষ্টি। এ ছাড়াও মানসিক সমস্যা থেকেও এমনটা হতে পারে।