বাসে পেট্রোল বোমা : ইডেনের ৪ ছাত্রী আহত
প্রকাশিত হয়েছে : ১১:০১:৪৭,অপরাহ্ন ১৮ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবন সংলগ্ন খেজুরবাগানে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে করেছে দুর্বৃত্তরা। এতে ইডেন কলেজের ৪ ছাত্রী আহত হয়েছেন।
রোববার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আহতরা ছাত্রীরা হচ্ছেন, সম্মান প্রথম বর্ষের ছাত্রী সাজিদা আক্তার, শারমিন আক্তার, মোসা. মুক্তি ও মোসা.মাইমুনা। তাদের মধ্যে ২ জনের পা সামান্য দগ্ধ হয়েছে। আর অপর দু’জন তাড়াহুড়া করে নামতে গিয়ে পায়ে আঘাত পায়। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. জীবন মিয়া জানান, স্বকল্প পরিবহন নামে একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে দু’টি ইউনিট পাঠানো হয়েছে। এ ঘটনায় ৪ ছাত্রী সামান্য আহত হয়েছেন।
এর আগে মিরপুর ১৩ নম্বরে একটি যাত্রীবাহী বাস এবং ডেমরায় একটি লেগুনাতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।