বাসচাপায় শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ
প্রকাশিত হয়েছে : ৮:০৫:৫৫,অপরাহ্ন ০৮ ডিসেম্বর ২০১৪
 নিউজ ডেস্ক:: ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) সামনের সড়কে বাসচাপায় এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় ওই বাসে অগ্নিসংযোগ ও বেশকিছু যানবাহন ভাঙচুর করে শ্রমিকরা।
নিউজ ডেস্ক:: ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) সামনের সড়কে বাসচাপায় এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় ওই বাসে অগ্নিসংযোগ ও বেশকিছু যানবাহন ভাঙচুর করে শ্রমিকরা।
সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সকাল ৮টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের শান্ত করলে অবরোধ তুলে নেয় তারা।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।







