বাল্য বিবাহের অনুষ্ঠান থেকে জামাই-শ্বশুর গ্রেপ্তার : বরযাত্রীর পলায়ন
প্রকাশিত হয়েছে : ৮:২৭:৫৪,অপরাহ্ন ২৩ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
পাবনার ভাঙ্গুড়া উপজেলার উত্তর মেন্দা গ্রামে বাল্য বিবাহের অনুষ্ঠান থেকে পুলিশ জামাই শ্বশুরকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঐ গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, মেন্দা গ্রামের ইমান আলির মেয়ে কেয়া পারভীন (১৪) এর সাথে ঈশ্বরদী থানার সরাইকান্দি গ্রামের জালাল উদ্দিনের পুত্র ফিরোজ মাহমুদ (২২) এর সাথে গতকাল বিয়ের দিন ধার্য ছিল। বিয়ের সমস্ত আয়োজন সমাপ্ত, বর এসেছে বিয়ে করতে। বিয়ের কনে অপ্রাপ্ত বয়স্ক। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সামছুল আলম কন্যার বাড়িতে হাজির হন পুলিশ ফোর্স নিয়ে। আটক করা হয় বর মাহমুদ ও হবু শশুর ইমান আলিকে। তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বরকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়। এই সময় বর যাত্রীরা দৌড়িয়ে পালিয়ে যায়। বিয়ের অনুষ্ঠান আয়োজনের জন্য বিজ্ঞ বিচারক কনের পিতা- ইমান আলীকেও একই শাস্তি প্রদান করেন। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবু জাফর আসামীদের পুলিশ হেফাজতে নিয়ে পাবনা জেলহাজতে পাঠিয়েছেন।