বাল্যবিবাহ প্রতিরোধে অনন্ত জলিল
প্রকাশিত হয়েছে : ৭:৫৭:৩০,অপরাহ্ন ১০ মার্চ ২০১৫
বিনোদন ডেস্ক :: বাংলাদেশে এক তৃতীয়াংশ মেয়ের বিয়ে হয়ে যায় ১৫ বছর বয়সে। পরিবার, সমাজ এবং দেশের জন্য এটা হুমকিস্বরূপ। বাল্যবিবাহের মূল কারণ অশিক্ষা, দারিদ্রতা এবং সচেতনতার অভাব।
এই অবস্থার উন্নয়নে কাজ করবেন অনন্ত জলিল। এজন্য জনপ্রিয় এই অভিনেতা-নির্মাতা যোগ দিলেন সেভ দ্য চিলড্রেনের সঙ্গে।
জানা গেছে, ইউটিউবে একটি ভিডিও বার্তা দেবে সেভ দ্য চিলড্রেন। এতে বাল্যবিবাহ এড়ানোর জন্য সচেতনতা বৃদ্ধির কথা বলবেন অনন্ত। অনলাইন এবং টিভি চ্যানেলে এটি প্রচার হবে।
এ প্রসঙ্গে অনন্ত বলেন, ‘সেভ দ্য চিলড্রেন একটি আর্ন্তজাতিক বেসরকারি প্রতিষ্ঠান। তাদের আহ্বানে সামাজিক সচেতনতামূলক কাজটি করার জন্য রাজি হলাম।’