বাল্টিক সাগরে আমেরিকার পরমাণু বোমাবাহী বিমান মোতায়েন
প্রকাশিত হয়েছে : ৫:৩৬:৫২,অপরাহ্ন ০৭ জুন ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক ::
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে উত্তেজনার মাঝেই বাল্টিক সাগরে ন্যাটো বাহিনীর সামরিক মহড়ায় পরমাণু বোমাবাহী বি-৫২ বিমান মোতায়েন করেছে আমেরিকা। এ বোমারু বিমান মহড়ায় অংশ নেবে। খবর রেডিও তেহরান।
এ সম্পর্কে মার্কিন স্ট্রাটেজিক কমান্ড শুক্রবার এক বিবৃতিতে বলেছে, বি-৫২ বোমারু বিমান মোতায়েনের মধ্যদিয়ে বিশ্বে দূরপাল্লার হামলা চালানোর বিষয়ে মার্কিন বাহিনীর সক্ষমতার বার্তা দেয়া হচ্ছে।
বাল্টিক সাগরে অনুষ্ঠানরত মহড়ায় ন্যাটোর ১৭টি দেশের যুদ্ধজাহাজ ও বিমান অংশ নিচ্ছে। শুক্রবার থেকে মহড়া শুরু হয়েছে এবং চলবে আগামী ২০ জুন পর্যন্ত। মার্কিন নেতৃত্বাধীন এ সামরিক মহড়ায় মোট ৬,০০০ সেনা, ৪৯টি যুদ্ধাজাহাজ, ৬১টি বিমান এবং একটি সাবমেরিন অংশ নেবে।
ইউক্রেন ইস্যুতে যখন রাশিয়ার সঙ্গে ইউরোপের দেশগুলোর উঁচু মাত্রার উত্তেজনা চলছে তখন ইউরোপের মিত্র দেশগুলোকে মার্কিন সমর্থনের বিষয়টি নিশ্চিত করার জন্য এ মহড়া চালানো হচ্ছে। রাশিয়া এ মহড়াকে তার সীমান্তে ন্যাটোর সীমালঙ্ঘনকারী তৎপরতা হিসেবে দেখছে।