বালতিতে রাখা পানিতে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১:১১:১৮,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: লালমনিরহাটের হাতীবান্ধায় বালতিতে রাখা পানিতে পড়ে আনিছুর রহমান (১৬ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আনিছুর বাড়াইপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানায়, বাড়ির উঠানে শিশুটির মা আর্জিনা বেগম বালতি ভর্তি পানিতে কাপড় ধৌত করেন। এ সময় কিছু পানি বালতিতে রেখে ধৌত করা কাপড় নিয়ে বাড়ির বাইরে শুকাতে দিতে যান তিনি।
বাড়ির উঠানে শিশু আনিছুর খেলতে গিয়ে একপর্যায়ে বালতিতে পড়ে যায়। পরে, তার মা আর্জিনা বাড়ির ভেতরে এসে শিশুটিকে বালতির মধ্যে দেখতে পান। তাৎক্ষণিক উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আক্কাসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।