বার্সেলোনার দুর্দান্ত জয়
প্রকাশিত হয়েছে : ১০:৩২:৪৬,অপরাহ্ন ০৯ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক:: কোপা ডেলরের শেষ ষোলর প্রথম লেগে দারণ এক জয় পেয়েছে বার্সেলোনা। বৃহস্পতিবার তারা ৫-০ গোলে রীতিমতো উড়িয়ে দিয়েছে এলচেকে। একাই দুই গোল করেছেন নেইমার। আর একটি করে গোল করেছেন মেসি, সুরারেজ ও আলবা।
কোপা ডেলরেতে বুধবার অ্যাটলেটিকোর কাছে রিয়াল বধ হলেও এদিন বার্সা ঝড়ে উড়ে যায় এলচে। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে এলচেকে নাস্তানাবুদ করে ছাড়েন কাতালানরা। মেসি, নেইমার, সুয়ারেজ, দানি আলভেজ, পিকে, জরদি আলবা আর মাসচেরানোর মতো বিশ্ব সেরা তারকাদের নিয়ে গঠিত বার্সার প্রথম একাদশকে ঠেকাতে হিমশিম খান এলচের ফুটবলাররা। যদিও প্রথম গোল পেতে ৩৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় স্বাগতিকদের।
ব্রাজিলিয় সুপারষ্টার নেইমার এগিয়ে নেন বার্সাকে। উরুগুয়ের তারকা সুয়ারেজের পাস থেকে গোল করেন ব্রাজিল অধিনায়ক। পাঁচ মিনিট ব্যবধান বাড়ান সুয়ারেজ। প্রথমার্ধের শেষ মিনিটে নেইমারকে ফাউল করার কারণে পেনাল্টি পায় বার্সা। পেনাল্টি থেকে গোল করতে ভূল করেননি আর্জেন্টাইন অধিনায়ক মেসি। ৩-০ ব্যবধান নিয়ে প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে মেসির পাস থেকে গোল করেন আলবা। খেলার ৫৯ মিনিটে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন নেইমার। এরপর একাধিক গোলের সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি কাতালানরা। শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।