বার্সাতেই থাকছেন মেসি
প্রকাশিত হয়েছে : ১১:৪৩:৪৪,অপরাহ্ন ১২ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক :: স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা ছেড়ে অন্য কোথাও যাচ্ছেন না আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসি।
বার্সা ছেড়ে অন্য ক্লাবে যাওয়ার যে গুজব তা নিজেই উড়িয়ে দিয়েছেন মেসি। উড়িয়ে দিয়েছেন কোচ এনরিকোর সাথে দ্বন্দ্বের গুজবও।
অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলের দারুণ জয়ের পর একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, লুই এনরিকের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। আর ক্লাব ছাড়ার জন্য কোনো শর্ত দিইনি আমি। কারণ বার্সা ছাড়ার কোনো ইচ্ছা নেই আমার।
ইংলিশ ক্লাব চেলসি বা ম্যানচেস্টার সিটিতে যাওয়ার ব্যাপারে মেসি বলেছেন, আমি এটা শুনেছি। আমার বাবা নাকি কথা বলেছেন ওই দুটি ক্লাবের সঙ্গে। কিন্তু বাস্তবতা হচ্ছে, এসব নির্জলা মিথ্যা।
এদিন বেশ ভালোই খেলেছেন মেসি। নিজের করেছেন একটি গোল, দল জিতেছে ৩-১ গোলে।