বাবা-মাকে নিয়ে থাকলে বাড়ি ভাড়া কম ৫০০ টাকা!
প্রকাশিত হয়েছে : ২:১৩:১৫,অপরাহ্ন ২৬ ফেব্রুয়ারি ২০১৯
নিউজ ডেস্ক:: বর্তমানে একক পরিবারের সংখ্যা ক্রমেই বাড়ছে। বাবা-মাকে ছেড়ে সন্তানরা শহরে নিজের মতো করে সংসার সাজাচ্ছেন এবং তার মধ্যেই ডুবে থাকছেন। অনেকে ঠিকমতো বাবা-মায়ের খেয়ালও রাখেন না। হয়তো এ বিষয়টি চিন্তা করেই এক অভিনব ঘোষণা দিয়েছেন রাজধানীর এক বাড়ির মালিক। তার ঘোষণাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
নিজ বাড়ির সামনের ফলকে সেই মালিক লিখে দিয়েছেন, এই ভবনে অবস্থানরত সব ভাড়াটিয়ার দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে, যারা বাবা-মাকে নিয়ে এই ভবনে অবস্থান করবেন তাদের বাড়ি ভাড়া মাসিক ৫০০ টাকা করে কম নেওয়া হবে।
এ ব্যবস্থা আজীবন বলবৎ থাকবে বলেও ঘোষণা দিয়েছেন বাড়িটির মালিক। ফলকে লেখা আছে বাড়িটি ঢাকার ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকায়। সবাই ফেসবুকে এ নোটিশের ছবিটি শেয়ার করছেন ও বাড়ির মালিককে সাধুবাদ জানাচ্ছেন। তবে এ বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।