বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিলো সৈকত
প্রকাশিত হয়েছে : ৭:০২:২৫,অপরাহ্ন ১৫ ফেব্রুয়ারি ২০২৪
দিনাজপুরের বীরগঞ্জে বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় বসেছে মো. রুবায়েত আলম সৈকত।

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে সৈকত।
মো. আবদুল্লা আল আমীন
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বখশ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে। সে মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
পরীক্ষায় অংশ নেয়ার আগে তার বাবা মো.শফিউল আলম সুরুজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। বৃহস্পতিবার বিকেলে তার লাশ দাফন হওয়ার কথা। এর আগেই পরীক্ষায় বসতে হয় সৈকতকে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা বলেন, বিষয়টি খুবই দু:খ জনক। বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিতে হয়েছে সৈকতকে। আমরা পরিবারটির পাশে রয়েছি। সৈকতকে স্বাভাবিক রাখতে যা করা প্রয়োজন তা করেছি।
বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী শাহ জানান, সৈকত মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী ছাত্র। মৃত্যুবরণ করার পরেও বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষা দিয়েছে সে। বিষয়টি নিয়ে আমরাও শোকাহত।