বাবার জন্মদিনে কারিশমা-কারিনা
প্রকাশিত হয়েছে : ১২:১২:০০,অপরাহ্ন ১৬ ফেব্রুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: গতকাল ১৫ ফেব্রুয়ারি বলিউডের সব তারকারা মেতেছিল পাকিস্তান ক্রিকেট টিমকে বধ করার আনন্দে। আর এই আমেজের মধ্যে কাল কারিশমা ও কারিনা কাপুরের উৎসব করার মতো আরও একটি বিশেষ কারণ ছিল।
গতকাল ছিল বলিউড ইতিহাসের অন্যতম অভিনেতা রণধীর কাপুরের ৬৮ তম জন্মবার্ষিকী। আর এই অভিনেতা ও পরিচালক তার জন্মদিন উপলক্ষে তার মুম্বাইয়ের বাসায় পারিবারিকভাবে ডিনারের ব্যবস্থা করেন। জন্মদিনে মেয়ে কারিশমা ও কারিনা বাবার সঙ্গে দিনটি কাটাতে হাজির হয়েছিলন। এছাড়া জন্মদিনের অনুষ্ঠানে কাপুর বংশের অনেকেই এসেছিল। বার্থডে বয় রণধীর কাপুর দিনটি বেশ আনন্দের সঙ্গেই কাটিয়েছেন।
জন্মদিনের পার্টিতে রণবীর কাপুর না আসতে পারলেও রণধীর কাপুরের ছোট ভাই ঋষি কাপুর, ভাইয়ের স্ত্রী নিতু সিং এবং ছোট মেয়ের জামাই সাইফ আলী খান উপস্থিত ছিলেন।