বান্দরবানে সৎ মায়ের হাতে শিশু সন্তান খুন
প্রকাশিত হয়েছে : ১০:২৩:১৫,অপরাহ্ন ১৭ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বান্দরবানে সানজিদা খানম (৯) নামে এক নিষ্পাপ শিশু সন্তানকে হত্যা করল পাষণ্ড সৎ মা সাবেকা বেগম (২৪)। গতকাল শুক্রবার বিকেলে বান্দরবান শহরের কালাঘাটা এলাকার নিজ বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সানজিদা বান্দরবান শহরের ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির একজন মেধাবী ছাত্রী ছিল।
স্থানীয় এলাকাবাসিরা প্রতিনিধিকে জানায়, বিকালে বান্দরবান শহরের কালাঘাটা এলাকার একটি পরিত্যক্ত বাসায় তারা সানজিদার মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সানজিদার সৎ মা সাবেকা বেগমকে গ্রেফতার করে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মৃতদেহ বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।