বাধা দূর হলেই ডিসিসি নির্বাচন
প্রকাশিত হয়েছে : ১২:২৬:১১,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: সীমানা জটিলতা সংক্রান্ত যে বাধা রয়েছে তা দূর হলেই ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন দিতে প্রস্তুত নির্বাচন কমিশন।
মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রকিব উদ্দিন আহমদ।
সিইসি বলেন, ‘আমরা নির্বাচন করতে আগে থেকেই প্রস্তুত কিন্তু উত্তর ও দক্ষিণের কিছু সীমান জটিলতা থাকার কারণে তা করা সম্ভব হয়নি। সীমানা জটিলতা সমাধান হলেই আমরা নির্বাচন করতে পারবো।’
তিনি বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয় সীমানা নির্ধারণ না করে দিলে নির্বাচনের জন্য অগ্রসর হওয়া খুব দুষ্কর। আমরা অনেক আগে থেকে এ বিষয়ে তাদের তাগাদা দিয়েছি|