বাড়িতে ঢুকে গৃহবধুকে ‘ধর্ষণ’, গ্রেফতার কনস্টেবল
প্রকাশিত হয়েছে : ১১:০০:২৮,অপরাহ্ন ২০ নভেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক::
কলকাতায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার কনস্টেবল। ধৃতের নাম নিখিল মণ্ডল। অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে বেলদা থানার পুলিশ। অভিযোগ, গতকাল রাতে এক গৃহবধূর বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণ করেন ওই কনস্টেবল। খবর জানাজানি হতে গ্রামবাসীরা অভিযুক্তকে আটকে রাখে। তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামে। বিশাল পুলিশ বাহিনী গিয়ে ওই কনস্টেবলকে উদ্ধার করে। উদ্ধারের সময় বাধা দেওয়ায় পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ গ্রামবাসীদের।