বাজার কাঁপাতে নেক্সাসের নয়া ট্যাব
প্রকাশিত হয়েছে : ১২:০৭:২০,অপরাহ্ন ১৪ ডিসেম্বর ২০১৪
তথ্য-প্রযুক্তি ডেস্ক:: দেশের বাজারে এল HTC-র নেক্সাস ৯ মডেলটি৷ অনলাইনে আমাজন থেকে নয়া এই ট্যাবটি কিনতে পারবেন গ্যাজেট প্রেমীরা৷ শনিবার থেকেই অনলাইনে নয়া এই ট্যাবটি বিক্রি শুরু হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে৷ HTC নয়া এই ট্যাবটির অপারেটিং সিস্টেম ৫.০ অ্যান্ড্রয়েড ললিপপ ভার্সান এবং নয়া এই ট্যাবটিতে আছে ৬৪ বিট টেগরা K1 2.3 GHz প্রসেসর৷ এছাড়া আছে 2GB RAM৷ এছাড়াও নয়া এই ট্যাবে আছে ৮.৯ ইঞ্চি Full HD ডিসপ্লে৷ আছে ফ্ল্যাশ-সহ 8 MP রিয়ার ক্যামেরা এবং 1.6 MP ফ্রন্ট ক্যামেরা৷ এছাড়াও আছে 6700mAh ব্যাটারি, যা একবার চার্জ দিলে ৯.৫ ঘন্টা ব্যবহার করা যাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে৷
নয়া এই ট্যাবটি ১৬ জিবি ও ৩২ জিবি এই দুটি মডেলে বাজারে পাওয়া যাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।বাজারে নেক্সাসের ১৬ জিবি ট্যাবটির দাম পড়বে ২৮,৯০০ টাকা৷ প্রসঙ্গত, এটিই প্রথম ট্যাব যার অপারেটিং সিস্টমে অ্যান্ড্রয়েড ললিপপ ভার্সানটি আনা হল৷