বাজারে এসেছে লিচু : দাম নিয়ে ভোগান্তি
প্রকাশিত হয়েছে : ২:১১:৫৫,অপরাহ্ন ১৩ মে ২০১৫
নিউজ ডেস্ক::
গ্রীষ্মের রসালো ফল লিচু ইতিমধ্যেই রাজশাহী মহানগরীসহ বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে। তবে মওসুমে প্রথম হওয়ায় বাজারে লিচুর আমদানি কম। এতে দাম অনেকাংশে বেশি। নতুন ফল বাজারে দেখে কেনার আশায় যারা যাচ্ছেন তারা দাম শুনে হতাশ হলেও অনেকেই বেশি দামে কিনছেন রসালো এ ফল।
বুধবার রাজশাহীর সাহেব বাজারে গিয়ে দেখা গেছে, কয়েকজন ব্যবসায়ী লিচুর পসরা নিয়ে বসেছেন। তারা বলছেন, ‘আমদানি কম হওয়ায় দাম বেশি। আমাদানি বেড়ে গেলে দাম কিছুটা কমতে শুরু করবে। প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা আর অধিক দামের আশায় চাষীরা অপরিপক্ক লিচুও আগাম বাজারে তুলছেন বলে জানা গেছে।
সুস্বাদু ও রসালো লিচু হিসেবে রাজশাহীর লিচু সারাদেশেই বেশ পরিচিত। তাই নগরীর দু’একটি পয়েন্টে চোখে পড়ছে জৈষ্ঠের ফল লিচু। বর্তমানে খুচরা এসব লিচু প্রতি একশ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়। টানা কয়েকদিন প্রচণ্ড রোদের কারণে আগেই এসব লিচু এসেছে বলে জানান বিক্রেতারা।
রাজশাহী নগরীর সাহেব বাজার এলাকার লিচু ব্যবসায়ী জানান, এখন লিচুর স্বাদ তেমন হয় নি। বেশি দাম পাওয়ায় আশায় চাষীরা গাছ থেকে আগাম লিচু পেড়ে বাজারে নিয়ে আসছেন।
ব্যবসায়ীরা জানান, এখন স্বাদে টক হলেও বিক্রি হচ্ছে। অনেকে শখ করে বছরের নতুন ফল কিনছেন।