বাজপেয়ী পরিবারকে ‘মুক্তিযুদ্ধ সম্মাননা’ পৌছে দিলেন মোদি
প্রকাশিত হয়েছে : ২:৩৯:২৫,অপরাহ্ন ১১ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
ভারতের সাবেক প্রধানমন্ত্রী বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীকে বাংলাদেশের দেওয়া ‘মুক্তিযুদ্ধ সম্মাননা’ তার পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এতথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর পরিবারের সদস্য রঞ্জন ভট্টাচার্য, নমিতা ভট্টাচার্য ও নীহারিকা ভট্টাচার্যের হাতে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ তুলে দেন নরেন্দ্র মোদি।
সম্মাননাপত্র ও স্মারক তুলে দেওয়ার অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ উপস্থিত ছিলেন।
৭ জুন বাংলাদেশ সফরের সময় একাত্তরে স্বাধীনতার সংগ্রামের পক্ষে বিশ্বের সমর্থন আদায়ে ভূমিকার স্বীকৃতিস্বরূপ বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীকে এই সম্মাননা দেয় বাংলাদেশ।
এর আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধুদের সম্মান জানানোর সিদ্ধান্ত নেয়। সর্বোচ্চ সম্মান স্বাধীনতা সম্মাননা দেওয়া হয় ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে।
২০১২ সালের ২৫ জুলাই ইন্দিরার পুত্রবধূ সোনিয়া গান্ধীর হাতে সেই সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।