বাচ্চারাই আমার হিরো: সানি লিওন
প্রকাশিত হয়েছে : ৬:২৬:০৩,অপরাহ্ন ২৭ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক:: লাইট-ক্যামেরার ঘেরাটোপে নয়, প্রজাতন্ত্র দিবসে সাধরণের সঙ্গে মিশে গেলেন সানি লিওন। প্রথম প্রজাতন্ত্র দিবসের সেলিব্রেশনে সানিকে দেখা গেল একেবারে অন্য ভূমিকায়। ক্যানসার আক্রান্তদের জন্য চ্যারিটি ইভেন্টে অংশ নিলেন সানি। সময় কাটালেন কচিকাঁচাদের সঙ্গে।
ট্যুইট করে সানি জানিয়েছে, এই প্রথম দেশে প্রজাতন্ত্র দিবস পালন করছেন তিনি। সানির সেলিব্রেশনও হল ইউনিক উপায়ে। এক সংস্থার হয়ে ক্যানসার আক্রান্তদের জন্য আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নিলেন তিনি। কচিকাঁচাদের জন্য ছিল বসে অংকন প্রতিযোগিতা। তাদের প্রত্যেকের সঙ্গে সময় কাটালেন। জানালেন, এই সব বাচ্চারাই আসলে তার কাছে হিরো। যাদের সাহায্যের দরকার, তাদের দিকে হাত বাড়িয়ে দিতে পেরে তিনি খুশি। খুশি ক্যানসারের মতো মারণরোগের সম্পর্কে সচেতনতা প্রচারে অংশ নিতে পেরে।
বহু সেলিব্রিটিই যখন সাধারণতন্ত্র দিবস যখন ছুটির মেজাজে কাটালেন তখন সানি বেরিয়ে এলেন সমাজের কাজে। এই মুহূর্তে ‘এক থা লীলা’ ছবির কাজে ব্যস্ত সানি। তবে কাজের চাপকে দূরে সরিয়ে রেখে ক’দিন আগেই ঘুরে এসেছেন বাইরে থেকে। রিফ্রেশ সানি আবার নতুন করে ঝাঁপিয়ে পড়েছেন কেরিয়ারের বিজি শেডিউলে। তার আগে নিজের সমাজসচেতনতার খানিকটা পরিচয় রেখে গেলেন বলিউডের বেবি ডল সানি লিওন।