বাঘায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা
প্রকাশিত হয়েছে : ১২:২১:৪৮,অপরাহ্ন ২৩ মে ২০১৫
নিউজ ডেস্ক::
রাজশাহীর বাঘা উপজেলায় মাদকাসক্ত ছেলে সুখলাল হোসেনকে (৩০) পুলিশে দিয়েছেন তার বাবা মাহাতাব হোসেন। শনিবার (২৩ মে) সকালে উপজেলার আড়ানী পৌর এলাকার চকরপাড়া মহল্লার বাসা থেকে বাঘা থানা পুলিশ তাকে আটক করে। এর আগে মাহাতাব হোসেন মাদকাসক্ত ছেলেকে আটকের জন্য থানায় আবেদন করেন।
মাহাতাব হোসেন জানান, বিভিন্নভাবে তিনি ছেলেকে বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু কোনো লাভ হয়নি। দিনে দিনে তার অত্যাচারের মাত্রা বাড়ছিলো। তাই বাধ্য হয়েই ছেলেকে পুলিশে দিয়েছেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, সুখলাল দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত। তাকে মাদক থেকে ফেরাতে না পেরে তার পরিবার বাধ্য হয়ে থানায় আবেদন করেছেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।