বাংলাদেশ ফ্র্যাঞ্চাইজি লীগের চেয়ারম্যান হতে রাজি ম্যারাডোনা
প্রকাশিত হয়েছে : ১১:০৯:১৩,অপরাহ্ন ১৬ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক :: প্রস্তাবিত বাংলাদেশ ফ্র্যাঞ্চাইজি গ্রুপের চেয়ারম্যান হতে রাজি হয়েছেন ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনা। এজন্য তিনি ঢাকায় আসতেও রাজি হয়েছেন। বাফুফেকে একথা জানিয়েছে কলকাতাভিত্তিক সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপ (সিএমজি)। এর আগে ম্যারাডোনাকে দুবার কলকাতায় নিয়ে এসেছিল সিএমজি।
সিএমজি নির্বাহী পরিচালক ভাস্বর গোস্বামী জানিয়েছেন, বাংলাদেশে আসতে রাজি হয়েছেন এই ফুটবল কিংবদন্তী। তিনি এই ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে থাকতে চান এবং আর্থিক বিষয়েও প্রাথমিক আলাপ হয়েছে। আগামী ২৯ তারিখ স্পেনে তার সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
ম্যারাডোনাকে প্রস্তাবিত টুর্নামেন্টের অর্গানাইজিং কমিটির প্রধান করে রাখার পরিকল্পনা করছে সিএমজি। লিগটি আয়োজনের প্রাথমিক প্রস্তাবে জানানো হয়েছে, মোট আটটি দল অংশ নেবে এতে। শুধু ম্যারাডোনার নেতৃত্বে লিগ আয়োজনই নয়, ইউরোপ এবং লাতিন আমেরিকার নামি-দামি ক্লাবগুলোও যুক্ত থাকবে বাংলাদেশের ফ্রাঞ্চাইজি ভিত্তিক লিগটিতে। থাকবে বিশ্বমানের কোচ এবং খেলোয়াড়রাও।
সম্প্রতি ভারতে প্রথমবারের ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ ‘ইন্ডিয়ান সুপার লিগ’ আয়োজন করেছিল সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপ।