বাংলাদেশ দলের মূল্য ৪১ কোটি ৪১ লাখ টাকা!
প্রকাশিত হয়েছে : ১২:৪০:০৬,অপরাহ্ন ২০ মে ২০১৫
খেলাধুলা ডেস্ক::
ভারত সিরিজকে সামনে রেখে আগামী দুই বছরের জন্য নতুন করে স্পন্সরশিপের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। পাকিস্তান সিরিজের সময় চুক্তি হওয়া সেই ‘টপ অব মাইন্ড’এর সঙ্গেই নতুন চুক্তি করলো বিসিবি।
আর চুক্তি অনুযায়ী আগামী দুই বছরে মাশরাফি বিন মর্তুজাদের জার্সিতে নিজেদের লোগো বসাতে টপ অব মাইন্ডকে গুনতে হবে পাক্কা ৪১ কোটি ৪১ লক্ষ টাকা। আর পাকিস্তান সিরিজে বিসিবির কাছ থেকে তিন কোটি টাকায় স্পন্সরশিপ কিনে নেয় এই কোম্পানী যা কিনা পরবর্তীতে প্রাণ ফ্রুটোর কাছে বিক্রি করে দেয়।
স্পন্সরশিপ হিসেবে চুক্তি করতে দুই বছরের জন্য ভিত্তিমূল্য ৩০ কোটি ধরে বিসিবি। কিন্তু প্রায় সাড়ে এগারো কোটি টাকা বেশী দিয়ে অন্যদের হারিয়েছে টপ অব মাইন্ড।