বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী ইতালি
প্রকাশিত হয়েছে : ২:২৯:৩২,অপরাহ্ন ১৯ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
কৃষিসহ বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে মৌসুমী শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের দেশ ইতালি। তবে দেশটিতে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশিদের বৈধতা দিতে এখনই কোন পরিকল্পনা করতে অনাগ্রহী দেশটির সরকার। আজ বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বাংলাদেশে সফররত ইতালির উপ-পররাষ্ট্রমন্ত্রী বিনিদিত্ত ডেল্লা ভিডোভার সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনে এ কথা জানান।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ইতালি বাংলাদেশ থেকে মৌসুমি শ্রমিক নেবে। শিগগিরিই কোন খাতে কত কর্মী প্রয়োজন তা জানিয়ে প্রস্তাব দিতে সম্মত হয়েছে ইতালি। বাংলাদেশের জনশক্তি বাজার যাচাইয়ে শিগগির ইতালির একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে বলে জানান মোশাররফ হোসেন।
তিনি জানান, বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় সংখ্যক কর্মী নিতে অনুরোধ জানালে ইতালি শুধু মৌসুমী কর্মী নিতে আগ্রহ দেখিয়েছে।
তবে ইতালিয় পররাষ্ট্র উপমন্ত্রী সাংবাদিকদের জানান, ইউরোপ এখনও অর্থনৈতিক মন্দার ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি। তাই তার দেশের পক্ষে এখনই অভিবাসীদের জন্য ইতিবাচক কোনো সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন। এ কারনেই দেশটিতে অবৈধভাবে বসরবাসকারী বাংলাদেশিদের বৈধতা দেওয়ার পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।
বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নেওয়ার প্রসঙ্গে বিনিদিত্ত ডেল্লা বলেন, বাংলাদেশের শ্রমিকদের সুনাম রয়েছে। তারা খুব ভাল কাজ করেন।
২০০২ সালে বাংলাদেশ থেকে বৈধভাবে ইতালিতে কাজ করতে যেতে শুরু করেন বাংলাদেশি কর্মীরা। গত ১৩ বছরে দেশটিতে বৈধভাবে ৫৫ হাজার ৪৭৫ জন বাংলাদেশি কর্মী কাজ করতে গিয়েছেন।
তবে ধারণা করা হয় ইতালিতে প্রায় তিন থেকে চার লাখ বাংলাদেশি বাস করেন। ২০১২ সাল বাংলাদেশ থেকে ৯ হাজার ২৮০জন কর্মী ইতালি যান। গত বছর মাত্র ৮৫৬জন কর্মী দেশটিতে যান। চলতি বছর প্রথম মাসে গিয়েছেন মাত্র পাঁচজন।