বাংলাদেশ আজ বার্ণ ইউনিটে: মহিউদ্দিন
প্রকাশিত হয়েছে : ১২:৩৯:০৮,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
পুরো বাংলাদেশ আজ বার্ণ ইউনিটে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। বুধবার দুপুরে নগরীর লালখান বাজারে নাশকতাবিরোধী এক ছাত্র সমাবেশে মহিউদ্দিন এ মন্তব্য করেন। এসময় মহিউদ্দিন বলেন, বেগম জিয়া আগুন নিয়ে খেলা শুরু করেছেন। তার প্রতিহিংসার আগুনে দগ্ধ হয়ে পুরো বাংলাদেশ আজ বার্ণ ইউনিটে পরিণত হয়েছে। খালেদা জিয়ার সঙ্গে ফোনালাপে চট্টগ্রামের তিনজন বিএনপি নেতার নাম উঠে এসেছে। চট্টগ্রামে কোন সহিংসতা হলে এই তিনজনই দায়ী হবে।
তিনি বেগম জিয়াকে উদ্দেশ্য করে বলেন, গুলশান কার্যালয়ে বসে মানুষ হত্যার নীলনকশা করবেন না। অবরোধ-হরতাল, সহিংসতার জবাব আমরাও দিতে জানি। কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ওমর গণি এমইএস কলেজ শাখার সভাপতি হাবিবুর রহমান তারেক সমাবেশে সভাপতিত্ব করেন।
কেন্দ্রীয় ছাত্রলীগের উপ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ইলিয়াছ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত ছাত্র সমাবেশে আরও বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আরশেদুল আলম বাচ্চু, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর প্রমুখ।