বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক দীর্ঘদিনের: মমতা
প্রকাশিত হয়েছে : ১:৪১:১২,অপরাহ্ন ২৩ নভেম্বর ২০১৪
কোলকাতা: বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক দীর্ঘদিনের৷ সেই সম্পর্ককে আরো সুদৃঢ় হবে বলে জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
শনিবার বাংলাদেশের আট সংসদ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে এমনটাই জানালেন মমতা। তারই পরিপ্রেক্ষিতে কর্নেল ফারুক খানের নেতৃত্বে বাংলাদেশি সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল এদিন নবান্নে মুখ্যমন্ত্রী সঙ্গে দেখা করেন।
দুই বাংলাজুড়ে সাম্প্রতিক সন্ত্রাসবাদী তৎপরতায় এপারের মতো উদ্বিগ্ন বাংলাদেশও৷ দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় করার জন্য খুব শিগগির বাংলাদেশ সফর করবেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।
নবান্ন সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের বর্তমান সন্ত্রাসবাদী পরিস্থিতি ও জঙ্গি কার্যকলাপ নিয়ে আলোচন হয়েছে। সেই সঙ্গে অনিবার্যভাবে খাগড়াগড় বিস্ফোরণও উঠে আসে আলোচনায়৷ তবে শুধু নাশকতার প্রসঙ্গই নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও মুক্তিযোদ্ধাদের স্মৃতিও উঠে আসে এদিনের আলোচনায়৷
বাংলাদেশের এই সদস্য দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাসবাদ মোকাবিলায় যাবতীয় সাহায্য পাওয়া যাবে প্রতিবেশী দেশের পক্ষ থেকে৷ দুই দেশ এক হয়ে লড়বে জঙ্গি ও জিহাদি কার্যকলাপের বিরুদ্ধে- এমনটাই আশ্বাস দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
বাংলাদেশ থেকে আসা আট সদস্যের এই দলে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানসহ ছিলেন সেদেশের জাতীয় সংসদের সদস্য ইকবালুর রহমান, কাজি নাবিল আহমেদ, পঙ্কজ আহমেদ, মুস্তাফা লুৎফুল্লাহ, মহাজাবিন খালেদ, শফিকুল ইসলাম প্রমুখ৷