বাংলাদেশের কোনো আদালতই আন্তর্জাতিক মানসম্পন্ন নয়: ডেভিড বার্গম্যান
প্রকাশিত হয়েছে : ১১:৫৯:৫৮,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০১৪
অনলাইন ডেস্ক: বাংলাদেশের কোনো আদালতই অান্তর্জাতিক মানসম্পন্ন নয় বলে মন্তব্য করেছেন ইংরেজী দৈনিক নিউ এজ এর বিশেষ প্রতিনিধি ডেভিড বার্গম্যান। মি. বার্গম্যান বাংলাদেশের সংবিধান প্রণেতা ও প্রবীন আইনজ্ঞ ড. কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা হোসেনের স্বামী।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের আপিলের চূড়ান্ত রায় নিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা টেলিভিশনের এক অনুষ্ঠান ‘ইনসাইড স্টোরি’তে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় প্রচারিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো ছিলেন জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক লবিস্ট টবি ক্যাডম্যান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।
অনুষ্ঠানের উপস্থাপক জেইন ডাটন বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে ডেভিড বার্গম্যানের মন্তব্য জানতে চাইলে বার্গম্যার এ মন্তব্য করেন।
পুরো অনুষ্ঠানটি দেখতে পারবেন এখানে : http://www.youtube.com/watch?v=4AFen4J1DwA
[youtube][/youtube]