বাংলাদেশি তরুণের ৭ কোটি ডলার আয়ের ভুয়া খবর দিয়ে ক্ষমা চাইলো নিউ ইয়র্ক সাময়িকী
প্রকাশিত হয়েছে : ৯:৪৯:২৪,অপরাহ্ন ১৬ ডিসেম্বর ২০১৪
অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে বসবাসরত মোহাম্মদ ইসলাম নামে বাংলাদেশি এক তরুণের শেয়ার বাজার থেকে সোয়া ৭ কোটি ডলার আয়ের যে খবর খবর প্রকাশিত হয়েছিল, তা ভুয়া বলে প্রমাণিত হয়েছে।
গত রোববার নিউ ইয়র্ক সাময়িকীতে স্কুলছাত্র ইসলামের বিপুল অর্থের মালিক হওয়ার খবরটি প্রকাশের পর নিউ ইয়র্কের বিভিন্ন সংবাদপত্র চাঞ্চল্যকর এই তথ্য নিয়ে অনুসন্ধান চালাতে গেল তা ভুয়া বলে উদ্ঘাটিত হয়।
ভুলের হওয়ার বিষয়টি স্বীকার করে নিউ ইয়র্ক সাময়িকী তাদের পাঠকের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে তাদের সাবধানতার ঘাটতি ছিল।
নিউ ইয়র্ক সাময়িকী তাদের প্রতিবেদনে ১৭ বছর বয়সী ইসলামের ব্যাংক হিসাব বিবরণীর (স্টেটমেন্ট) তথ্য তুলে ধরেছিল, কিন্তু এখন এই তরুণ নিজেও স্বীকার করেছেন যে ওটা ছিল সাজানো।
স্কুলছাত্র ইসলামের এই ঘটনায় বাংলাদেশিরাও বিব্রত বোধ করছেন। কেন ইসলাম এই কাজ করল, তা নিয়েও চিন্তিত তারা।
নিউ ইয়র্কের অন্যতম সেরা ম্যানহাটানের স্টাইভ্যাসেন্ট হাই স্কুলের দ্বাদশ গ্রেডের ছাত্র ইসলাম মা-বাবার সঙ্গে কুইন্সে থাকেন।
ইসলাম বলছেন, নিউ ইয়র্ক সাময়িকীর সাংবাদিকের সঙ্গে কথায় এভাবে এত আয় করার সম্ভাবনার কথা বলেছিলেন তিনি।
এই ঘটনার মাধ্যমে স্বজন, শুভানুধ্যায়ীদের বিব্রত করার জন্য দুঃখ প্রকাশ করেছেন এই তরুণ। সেই সঙ্গে পারিবারিকভাবে নিজেও বিপর্যস্ত অবস্থায় পড়েছেন বলে জানান তিনি।
“আমার বাবা এখন আমার কথা শুনছে না, আমার মা আমার সঙ্গে কথাও বলতে চাচ্ছেন না।।”