বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতল মালয়েশিয়া
প্রকাশিত হয়েছে : ১:৪০:৫৫,অপরাহ্ন ০৮ ফেব্রুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক :: বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচটিতে বাংলাদেশকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতল মালয়েশিয়া।
৩১ মিনিটে মালয়েশিয়ার অধিনায়ক নাজিরুল নাঈমের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ফ্রি-কিক থেকে অসাধারণ এই গোলটি করেন তিনি।
এরপর ৪০ মিনিটে কুমারানের গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ল স্বাগতিকরা। পাল্টা আক্রমণ থেকে একক প্রচেষ্টায় গোলটি করেন তিনি।
৪৯ মিনিটে রায়হান হাসানের থ্রো থেকে হেড দিয়ে বল জালে জড়ানোর চেষ্টা করেন নাসির হোসেন। কিন্তু সেটা ফিরিয়ে দেন মালয়েশিয়ার গোলরক্ষক। এরপর শট দিয়ে বল জালে জড়ান বাংলাদেশের সেরা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি।
এরপর ৫৪ মিনিটে মামুনুলের কর্নার-কিক থেকে ইয়াসিন খান হেড দিয়ে গোল করেন। আর তাতে সমতায় ফেরে বাংলাদেশ।
ইনজুরি টাইমে (৯০+২=৯২ মিনিট) সেজোয়ানের কর্নার-কিক থেকে ফাইজাত গোল করে মালয়েশিয়ার জয় নিশ্চিত করেন।
এদিকে ‘সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে’। জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতার লাইনের মতো বাংলাদেশ দল আজ মালয় সাগর পারের দেশ মালয়েশিয়ার মুখোমুখি। গ্রুপপর্বে সিংহল বাহিনীকে (শ্রীলঙ্কা) পরাস্ত করে সেমিফাইনালের টিকিট পেয়েছিল বাংলাদেশ।
সেমিফাইনালে তারা ওয়ার এলিফ্যান্টস খ্যাত থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে। সেখানে মালায়ান টাইগার খ্যাত মালয়েশিয়া পথ আগলে দাঁড়িয়েছে। তাদের হারিয়ে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হয়েছে বিকেল ৫টায়। সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন, বিটিভি ও ফক্স স্পোর্টস।
অবশ্য গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে লাল-সবুজের জার্সিধারীরা হেরে যায় ১-০ গোলে। আজ ফাইনালে আবার তাদের মুখোমুখি বাংলাদেশ। এবার মালয়েশিয়া নামক গেড়ো ছিড়তে পারে কিনা বাংলাদেশ, সেটাই দেখার বিষয়।