বস্তিতে ভয়াবহ আগুনে ৪০ ঘর পুড়ে ছাই: আহত ১০ (ভিডিও সহ)
প্রকাশিত হয়েছে : ২:৩৩:৫৮,অপরাহ্ন ১৮ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাটে বস্তিতে ভয়াবহ আগুনে ৪০ ঘর পুড়ে ছাই হয়েছে গেছে। এতে কমপক্ষে ১০জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বারইয়ারহাট পৌরসভার ৫নং ওয়ার্ডে খালের পাড় এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আহতরা হলো : মো: শুক্কুর, নুরুন নবী, হাসিনা আক্তার, খোকন, বাচ্চু মিয়া।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বারইয়ারহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের খাল পাড়া এলাকা বৃহস্পিতবার সন্ধ্যার দিকে বস্তির মোল্লা কলনী থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন কাদের কলনী, বেলাল কলনী, কামাল কলনীতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সীতাকুন্ড ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। কিন্তু ততক্ষণে সব বসতঘর সব সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আহত নুরুন নবী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
খালেরপাড় এলাকার বস্তির কাদের কলনী, মোল্লা কলনী, কামাল কলনীতে ৪০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলো – কাদের কলনীর হাসিনা আক্তার, নুরুন নবী, জালাল আহম্মেদ, নাসির উদ্দিন, উজ্জ্বল, সিরাজ উদ্দিন, আছমা আক্তার, মিলন, রাজু। মোল্লা কলনীর খোকন মিয়া, বেলাল, রুবেল, আস্তরা বেগম, হাসিনা বেগম, নুর জাহান, আনোয়ারা, বাচ্চু মিয়া, মোঃ হাসান। বেলাল কলনীর ইউসুফ, নবী, বাচ্চু, অলি আহম্মদ এবং কামাল কলনীর দ্বীন ইসলাম, জাফর, মকছুদ, হোরা ধন প্রমুখ।
জোরারগঞ্জ থানার এস আই মোঃ ইস্রাফিল জানান, অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।