বস্তাবন্দি লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১০:৪৯:১১,অপরাহ্ন ১৯ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
যশোরের শার্শা উপজেলার নাভারণ রেল স্টেশন এলাকা থেকে এক প্রতিবন্ধী নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে রেলওয়ে (জিআরপি) পুলিশ। ৪০ বছর বয়সি ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার দুপুর ১২টায় খুলনা রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, শার্শার নাভারণ রেল স্টেশন এলাকায় লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা আরো জানায়, ওই নারী বেশ কিছু দিন ধরে রেল স্টেশন বস্তিতে বসবাস করছিলেন। ধারণা করা হচ্ছে, রাতে কে বা কারা তাকে হত্যার পর লাশ বস্তায় ভরে রেল লাইনের ধারে ফেলে রেখে যায়। তার গলা ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।