বর্ষবরণে যৌন নিপীড়নকারীদের গ্রেফতারে রিট
প্রকাশিত হয়েছে : ১০:৪৯:০২,অপরাহ্ন ২০ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন হয়রানিকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। একই সঙ্গে হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এ ঘটনার বিচারিক তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। সু্প্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় সোমবার দুপুরে এ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এ রিট দায়ের করেন। তিনি জানান, সোমবার দুপুরের বিরতির পর রিটের শুনানি হতে পারে।
এ ব্যাপারে ইউনুস আলী বলেন, একটি বিশেষ ট্রাইব্যুনালে এ ঘটনায় দায়ীদের বিচার করার জন্যও আদেশ চাওয়া হয়েছে। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব ও আইজিপিসহ ছয়জনকে বিবাদী করা হয়েছে।
পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের যৌন হয়রানি করা হয়। পরে বিভিন্ন সামাজিক সংগঠন এ ঘটনায় প্রতিবাদ করে। পরবর্তী সময়ে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে একটি রুল জারি করেন।