‘বর্ষবরণের অনুষ্ঠান সন্ধ্যার আগেই শেষ করুন’
প্রকাশিত হয়েছে : ২:০৩:৪৮,অপরাহ্ন ১৩ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
রাজধানীসহ সারাদেশে পহেলা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠান সন্ধ্যা সাড়ে ৫টার মধ্যে শেষ আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, কোনও ধরনের নাশকতার আশঙ্কা আমরা করছি না। নববর্ষ বাঙালির অনুষ্ঠান। পহেলা বৈশাখকে উদযাপনকে কেন্দ্র করে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত থাকবে। সোমবার বিকেলে রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি দেখতে এসে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রমনা বটমূল ও সোহরাওয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। অনুষ্ঠানগুলোতে সাদা পোশাকধারী পুলিশও দায়িত্ব পালন করবে। এছাড়া সিসিটিভি ক্যামেরার মাধ্যমে বিভিন্ন এলাকা সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সকাল থেকে রমনা এলাকায় পুলিশ সাধারণ জনগণকে বাতাসা ও ফুল দিয়ে স্বাগত জানাবে। তিনি বলেন, জনগণ জঙ্গি ও নাশকতাকারীদের ধরে আমাদের হাতে দিচ্ছে। এদেশে জঙ্গিরা আর কখনও মাথাচাড়া দেবে না।