বর্বর নির্যাতনের কথা স্বীকার করেছে সিআইএ
প্রকাশিত হয়েছে : ৫:৫৬:০২,অপরাহ্ন ১২ ডিসেম্বর ২০১৪
অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নাইন ইলেভেন হামলার পর আটককৃত সন্দেহভাজন আল-কায়েদা সদস্যদের জিজ্ঞাসাবাদের সময় সিআইএ বর্বর নির্যাতন চালিয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা স্বীকার করেছেন সংস্থাটির পরিচালক।
টেলিভিশনে দেয়া বিরল এক সাক্ষাতকারে সিআইএ’র পরিচালক জন ব্রেনান স্বীকার করেছেন যে আটকদের জিজ্ঞাসাবাদের কিছু পদ্ধতি জঘন্য ছিল।
তবে অাত্নপক্ষও সমর্থন করেছেন সিঅাইএ পরিচালক। তিনি বলেন, এসব জেরা থেকে মূল্যবান তথ্য সংগ্রহ করে একই ধরনের আক্রমণ প্রতিহত করে মানুষের জীবন রক্ষা করা সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
সিআইএ’র কর্মকর্তাদের জেরার পদ্ধতি নিয়ে মার্কিন সিনেটে রিপোর্ট প্রকাশিত হওয়ার পর সমালোচনা মুখে এসব মন্তব্য করেন জন ব্রেনান।
যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে বিমান হামলার পর ২০০১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত সন্দেহভাজনদের উপর ব্যাপকভাবে এই জিজ্ঞাসাবাদ কার্যক্রম চালানো হয়। পরবর্তীতে বারাক ওবামা ২০০৯ সালে এই কর্মসূচী বন্ধ করে দেন। জিজ্ঞাসাবাদে নানান ধরনের ভয়াবহ নির্যাতনমূলক পদ্ধতি ব্যবহার করা হয়েছে বলে সিনেটের রিপোর্টে উঠে এসেছে।
সিনেটের প্রতিবেদনটি প্রকাশের পর জিজ্ঞাসাবাদের সাথে জড়িত কর্মকর্তাদের বিচারের আওতায় আনার জন্য দাবি তুলেছে জাতিসংঘ ও বেশ কিছু মানবাধিকার সংস্থা।