বর্ধমান বিষ্ফোরণে চার বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ দায়ের
প্রকাশিত হয়েছে : ১২:৪৫:০১,অপরাহ্ন ৩০ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: ভারতের বর্ধমান বিষ্ফোরণের ঘটনায় নিষিদ্ধ জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দিয়েছে কলকাতা পুলিশ। বিষ্ফোরণের ঘটনায় মোট ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্রটি গঠন করেছে তারা।
কলকাতার একটি বিশেষ আদালতে দাখিলকৃত ওই চার্যশিটে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকারকে উৎখাত এবং শরিয়া শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল ওই অভিযুক্তরা।
প্রাথমিকভাবে ভারতে জেএমবি’র কার্যক্রম সম্পর্কে অভিযোগপত্রে বলা হয়েছে, মৌলবাদী ও জঙ্গী সদস্যদের বিশেষ ও নিয়মতান্ত্রিকভাবে এবং সংগঠিত পদ্ধতিতে নিয়োগ ও অসহায় যুবকদের প্রশিক্ষণ প্রদান।
অভিযুক্ত চার বাংলাদেশি হলেন, শেখ রহমতুল্লাহ (১৯) ওরফে সাজিদ ওরফে বুরহান শেখ, তালহা শেখ (২০) ওরফে তালহা, কায়সার (২১) এবং নাসিরুল্লা ওরফে নসরুল্লাহ ওরফে শাহাদৎ শেখ ওরফে সোহেল ওরফে হাতকাটা। তারা সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা।
একমাত্র রহমতুল্লাহকে গ্রেফতার করতে পেরেছে দেশটির গোয়েন্দা বাহিনী এনআইএ। বাকীরা সবাই এখনও পলাতক রয়েছে।
গত বছরের ২ অক্টোবর কলকাতার বর্ধমান এলাকার স্থানীয় খাগড়াগড় এলাকার একটি ভাড়া বাড়িতে বোমা বিষ্ফোরণ হলে দুইজন মারা যান। জেএমবি’র বোমা তৈরির মডিউল বলে পরিচিত শাকিল গাজি নামের এক বাংলাদেশী ওই হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী বলে অভিযোগপত্রে বলা হয়েছে। শাকিল গাজির সহকারি হিসেবে করিম শেখ নামের আরেজক বাংলাদেশির নামও উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে।
ঘটনাটি তদন্তে ভারতের এনআইএ’র একটি দল গত বছরই ঢাকা সফর করে। বাংলাদেশের নিরাপত্তা সংস্থার একটি দলও কলকাতায় যায় পরবর্তীতে।