বরিশাল বিএনপির সমাবেশ; মিছিলে পুলিশি বাধা
প্রকাশিত হয়েছে : ১০:৪০:০৩,অপরাহ্ন ১১ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: বরিশালে জেলা ও মহানগর বিএনপি রবিবার বেলা পৌনে ১২ টার দিকে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপি সভাপতি মজিবর রহমান সরোয়ার। সভা শেষে মিছিল করার প্রস্তুতি নেন তারা ।
পুলিশও তাদের ঠেকাতে কঠোর অবস্থান নেয়। এ সময় বিএনপি কার্যালয়সহ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টিন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে (সদর রোড) উত্তেজনা ছড়িয়ে পরে। অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়। লোকজন দ্রুত এলাকা ত্যাগ করে। বিএনপি দলীয় কর্মীরা অলিগলির মুখে অবস্থান নেয়।
পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়। পরে কোন মিছিল না করে বিএনপি স্থান ত্যাগ করে।