বরিশালে ৫ সহযোগীসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক
প্রকাশিত হয়েছে : ৯:৩৯:৫৮,অপরাহ্ন ০৮ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: পাঁচ সহযোগীসহ সাবেক ছাত্রলীগ নেতা কামরুজ্জামান লিখনকে আটক করেছে ৠাব। এসময় তাদের কাছে আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নগরীর কাশিপুরের ইছাকাঠী কলোনির একটি মেস থেকে তাদের আটক করা হয়।
এসময় তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, ৮টি রামদা, ৯টি মোবাইল ফোন ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটকরা হলেন- মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য কামরুজ্জামান লিখন (৩৬), পলাশ চন্দ্র সমাদ্দার (২৯), সুশান্ত বিশ্বাস (২৯), শিপুল বেপারী (২১) ও রাজিব হোসেন (২১)। বাকি একজনের পরিচয় জানা যায়নি।
আটক ও উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া ৠাব-৮ এর ১ নম্বর সিপিসি কমান্ডার ক্যাপ্টেন আবুল বাশার জানান, গোপন খবরের ভিত্তিতে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুরের ইছাকাঠীর ওই মেসে অভিযান পরিচালনা করেন তারা। এসময় লিখনসহ ছয়জনকে আটক করা হয়।
আটকদের স্বীকারোক্তি অনুযায়ী মেসে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, ৮টি রামদা, ৯টি মোবাইল ফোন ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটক লিখনের বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর, সন্ত্রাস ও টেন্ডারবাজির একাধিক অভিযোগ রয়েছে বলে জানান ক্যাপ্টেন আবুল বাশার।