বরিশালে ১০ দফা দাবিতে রসুলপুরবাসীর মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২:২৩:২৫,অপরাহ্ন ১৯ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
নাগরিক সুবিধা পাওয়ার লক্ষে ১০ দফা দাবিতে মানববন্ধন করেছে বরিশাল নগরীর রসুলপুর এলাকার বাসিন্দারা। নগরীর অশ্বিনী কুমার হলের সামনের সড়কে বৃহস্পতিবার দুপুরে রসুলপুর নাগরিক অধিকার সংগ্রাম কমিটির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর ১০ দফা দাবিসম্বলিত স্মারকলিপি দেন তারা।
মানববন্ধনে সংগঠনের নেত্রী জহুরা বেগমের সভাপতিত্বে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সংগঠক ডা. মনিষা চক্রবর্তী, চারণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি এইচ এম ইমন প্রমুখ।
এসময় বক্তারা বলেন- বরিশাল সিটি করপোরশনের মেয়রের কার্যালয় থেকে ৩০০ গজ দূরত্বে রসুলপুর। অথচ এখানকার নাগরিকরা সব সুবিধা থেকে দিনের পর দিন বঞ্চিত হয়ে আসছে। সেখানকার মানুষ অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার, কীর্তনখোলা নদীর জলোচ্ছ্বাস থেকে রক্ষা পেতে বেড়িবাঁধ নির্মাণ, ড্রেনেজ, পয়ঃনিষ্কাশন, মাদক নির্মূলসহ যে ১০ দফার দাবি জানানো হয়েছে তা সবই যৌক্তিক। কর্তৃপক্ষ দাবিগুলো দ্রুত কার্যকর করতে পদক্ষেপ নিবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।