বরিশালে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রকাশিত হয়েছে : ১১:০০:৪২,অপরাহ্ন ২৮ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে বরিশালে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জাহান এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার বাদীর আইনজীবী নাজিম উদ্দিন আহম্মেদ পান্না জানান, ১ অক্টোবর বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. সাইফুল আলম (ফুয়াদ) বাদী হয়ে দণ্ডবিধির ২৯৫ (ক)/২৯৮ ধারায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় ১০ জন আইনজীবীকে সাক্ষী রাখা হয়েছে।
মামলাটি আমলে নিয়ে সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সমন জারি করে ২৮ ডিসেম্বর (রোববার) আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
২৮ ডিসেম্বর সমনের ধার্য তারিখে আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী মো. সেলিম।
মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আবদুল লতিফ সিদ্দিকী নিউইয়র্কে টাঙ্গাইল সমিতির এক সংবর্ধনা অনুষ্ঠানে নিজেকে হজের বিরোধী বলে পরিচয় দেন।
তিনি বলেন, হজে জনশক্তি নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক সৌদি আরবে গেছেন। এদের কোনো কাজ নেই। কোনো প্রোডাকশন নাই। শুধু খাচ্ছে আর দেশের টাকা বিদেশে দিয়ে আসছে।
পরে তার এই বক্তব্য দেওয়া ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) সমালোচনার ঝড় ওঠে।