বরিশালে রিকশা উল্টে শিশু নিহত
প্রকাশিত হয়েছে : ১১:০৮:৫৯,অপরাহ্ন ২৮ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
বরিশাল নগরীর মোহনা ক্লাব এলাকায় ব্যাটারিচালিত ম্যাজিক রিকশা উল্টে বেল্লাল (১৩) নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় রিকশা চালক গুরুতর আহত হয়।
নিহত বেল্লাল নগরীর চানমারী এলাকার বাসিন্দা মো. মোস্তফার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে নগরীর স্বরোডে মোহনা ক্লাবের সামনে ব্যাটারিচালিত ম্যাজিক রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক ও শিশু বেল্লাল আহত হয়।
দ্রুত তাদের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বেল্লালকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, নিহতের মৃতদেহ সুরতহাল ও ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।