বরিশালে টানা অবরোধের প্রভাব পাইকারী সব্জিবাজারে
প্রকাশিত হয়েছে : ১১:৫৮:৩৯,অপরাহ্ন ১৯ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: টানা অবরোধে প্রভাব পড়তে শুরু করেছে বরিশালের পাইকারী সব্জি বাজারে। বরিশালের একমাত্র পাইকারী সব্জিবাজার বহুমুখী সিটি পাইকারী মার্কেট এখন প্রাণচাঞ্চল্য বিহিন। সব্জিবাজারে মালামাল পরিবহনকারী ভ্যান চালক কালাম জানান, সকাল থেকে বসে থাকতে হচ্ছে। কোনো দিন বাজার খরচ উঠছে কোনো দিন তাও না। কাচাবাজারের ব্যবসায়ী গনেশ দত্ত জানান, প্রতিদিন এই মার্কেটে অন্তত ১৮ থেকে ২০ টি গাড়ি সব্জিবাজারে আসতো। বর্তমানে তা ৩/৪ টি তে নেমে এসছে।
কাচাবাজারে ব্যবসায়ী কবির আহম্মেদ জানান এই বাজারে প্রতিদিন প্রায় কোটি টাকা লেন দেন হলেও এটা বর্তমানে ২০/২২ লাখে নেমে এসেছে। বাজারে কুমরা ব্যবসায়ী দিনু মোল্লা জানান,আগে প্রতিদিন অন্তত ১০ মন কুমড়া বিক্রি হতো, বর্তমানে তা অর্ধেকে নেমে আসছে। এর ফলে কুমড়ো পচে যাচ্ছে।
এই বাজারের ব্যবসায়ী দেলোয়ার মোল্লা জানান, আগে এই সময়ে ঈশ্বরদী,মেহেরপুর, সাতক্ষীরা ও যশোর থেকে সব্জি আসতো। বর্তমানে এসব বন্ধ রয়েছে শুধু মাত্র স্থানীয় ভাবে হারতা ও উজিরপুর,আটঘর থেকে নৌ পথে কিছু সব্জি আসছে এর ফলে কাচাবাজারে দাম বেড়েছে অনেকটা।
সূত্র মতে অবরোধের আগে, কাচামরিচ ১৫ টাকা থাকলেও এটা বেড়ে হয়েছে ২৩ টাকায়, কুমড়া ৫ টাকা কেজি ৭ টাকা, ফুলকপি ৪ টাকা কেজি ১০ টাকা,পাতা কপি ৬ টাকা থেকে ১০ টাকা,গাজর ১৫ টাকা থেকে ২০ টাকায় উঠেছে। মার্কেটের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান,অবরোধের প্রভাব মার্কেটে পড়তে মুরু করেেেছ। বর্তমানে বাজারে তেমন ভীড় নেই। আয় অর্ধেকে এস যাওয়ায় প্রভাব পড়েছে ব্যবসায়ীদের মাঝে। এর ফলে যতটুকু সব্জি আসছে তার দাম চড়া।