বরিশালে কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশিত হয়েছে : ৯:০০:১৫,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০১৪
বরিশাল ডেস্ক::
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার যুগীবাড়ি এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত ও দু’জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বরিশাল-পটুয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন-পটুয়াখালীর করাগাছিয়ার আবদুল লতিফের ছেলে কবির হোসেন (৪০)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম-পিপিএম জানান, লেবুখালী ফেরিঘাট থেকে মোটরসাইকেলে করে বরিশাল আসছিলেন ওই তিনজন। পথে যুগীবাড়ি এলাকায় বরিশালের অমৃত ফুড প্রোডাক্টসের একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। এ ঘটনায় আহত হন তার দুই সঙ্গী।