বরিশালে কথিত ‘বন্দুকযুদ্ধ’; যুবদল ও ছাত্রদল নেতা নিহত
প্রকাশিত হয়েছে : ৪:৫৮:০৮,অপরাহ্ন ২১ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: জেলার আগৈলঝাড়া এলাকায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ যুবদল ও ছাত্রদলের দুই নেতাকর্মী নিহত হয়েছেন। এঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ শনিবার রাত সোয়া ২টার দিকে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টিপু হাওয়ালাদার (৩৭) ও মো. কবীর হোসেন (৩৮)। নিহত টিপুর বাড়ি আগৈলঝড়া উপজেলার নগরবাড়ী গ্রামে এবং কবীর হোসেনের বাড়ি একই উপজেলার গৈলা গ্রামে।
আহত হয়েছেন আগৈলঝড়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু ও এসআই মোস্তাফিজুর রহমান। তাদের চিকিৎসা চলছে।
আগৈলঝড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল বিডি টুয়েন্টিফোর লাইভকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হরতাল-অবরোধের সময় গাড়িতে পেট্রলবোমা ছুড়ে মারার অভিযোগে মামলা ছিলো নিহতদের বিরুদ্ধে।
গ্রেফতারের পর তাদের নিয়ে পুলিশ রাতে অভিযানে বের হলে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় উভয়ের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে টিপু ও কবীর নিহত হন। এ সময় দুই পুলিশ সদস্যও আহত হন বলে জানান তিনি।