বরিশালে এমপি তালুকদার মো. ইউনুসের ল’ চেম্বারে আগুন
প্রকাশিত হয়েছে : ১:১৮:১১,অপরাহ্ন ০৫ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসের ল’ চেম্বারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১১টার দিকে বরিশাল নগরীর ফকির বাড়ি রোডের মোবারক ক্যাসেলের একটি টিনসেড ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা।
এ সময় চেম্বারে কেউ না থাকলেও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে সংসদ সদস্যের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসের সহকারী অ্যাড.কাইয়ুম খান কায়সার জানান, বোতলে জ্বালানি তেল এনে দরজায় ঢেলে আগুন দেওয়া হয়েছে। তেলের বোতলটি দরজার পাশেই পড়ে ছিল।
ঘটনাস্থল পরিদর্শন শেষে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, ধারণা করা হচ্ছে ওই বোতলে কেরোসিন এনে এ কাজ করা হয়েছে। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আব্দুর রউফসহ আওয়ামী লীগের নেতারা।