বরিশালে উত্তরা ব্যাংকের মানিলন্ডারিং প্রতিরোধ শীর্ষক কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১০:০৪:৪৩,অপরাহ্ন ১০ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বরিশাল অঞ্চলে কর্মরত উত্তরা ব্যাংক লিমিটেডের কর্মকর্তাদের জন্য মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শেখ আব্দুল আজিজ।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান ও মোহাম্মদ রবিউল হোসেন, এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার সেলিম নজরুল হক, জেনারেল ম্যানেজার মোঃ আমিন উদ্দিন ভূঁইয়া এবং ডেপুটি জেনারেল ম্যানেজার ও আঞ্চলিক প্রধান মোঃ মাহফুজুর রহমান কর্মশালায় উপস্থিত ছিলেন।
বরিশাল ক্লাবে আয়োজিত এ কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের উপ-মহাব্যবস্থাপক প্রকাশ চন্দ্র বৈরাগী ও উপপরিচালক বিশ্বনাথ দাস।