বরিশালের গৌরনদীতে পেট্রোলবোমায় ৩ জন নিহত
প্রকাশিত হয়েছে : ৫:৫৫:০১,অপরাহ্ন ০৭ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: ট্রাকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় বরিশালের গৌরনদীতে ৩ জন নিহত হয়েছেন।
শনিবার ভোর সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চলন্ত অবস্থায় ট্রাকটিতে পেট্রোলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে ওই ট্রাকের চালক ও দুইজন হেলপার ঘটনস্থলেই পুড়ে মারা যান। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
শুক্রবার রাতে গাইবান্ধায় পেট্রোল বোমা হামলায় ৫ জনের মৃতুর পর শনিবার সকালেই বরিশালে একই ধরনের হামলায় মারা গেলেন তিনজন।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন এসব তথ্য জানিয়েছেন।