বরিশালের আগৈলঝাড়ায় ব্যবসায়ী পরিবারের সর্বস্ব লুট: ৪ জন হাসপাতালে
প্রকাশিত হয়েছে : ১১:৩৪:২৬,অপরাহ্ন ২০ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বরিশালের আগৈলঝাড়ায় খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে এক ব্যবসায়ীর পরিবারের সবাইকে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মূমূর্ষ অবস্থায় পরিবারের ৪ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের ছবিখাঁরপার গ্রামে মুদী ব্যবসায়ী সঞ্জয় বাড়ৈর ঘরে সোমবার রাতের খাবারের সাথে অজ্ঞাত দুর্বৃত্তরা কৌশলে চেতনানাশক মিশিয়ে রাখে। রাতে ওই খাবার খেয়ে গৃহকর্তা সঞ্জয় বাড়ৈ, স্ত্রী কল্পনা বাড়ৈ, ভাই মৃণাল বাড়ৈ, তার স্ত্রী শিপ্রা বাড়ৈ অজ্ঞান হয়ে পরে। সুযোগে দুর্বৃত্তরা নগদ টাকাসহ মূল্যবান সকল মালামাল নিয়ে যায়। গতকাল মঙ্গলবার সকালে ঘরের দরজা না খোলায় বাড়ির অন্য লোকের সন্দেহ হলে তারা মূমূর্ষ অবস্থায় অবস্থায় ৪ জনকে উদ্ধার করে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করেন। থানার ডিউটি অফিসার এসআই আক্কাস জানান, এ ধরণের কোন ঘটনার বিষয় আমাদের জানা নেই।