বরগুনায় দুই শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবি
প্রকাশিত হয়েছে : ১১:১৮:৫৬,অপরাহ্ন ১৩ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বরগুনায় পায়রা নদীর মোহনায় দুই শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি দুপুর একটার দিকে বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীর তেঁতুলবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে ৩ জনের লাশ উদ্ধারের খবর পাওয়া গেলেও প্রশাসন তা নিশ্চিত করেনি।
তালতলী থানার ওসি বাবুল আক্তার জানিয়েছেন, বামনা উপজেলার চলাভাঙ্গা গ্রামে যাওয়ার সময় তালতলীর তেতুলবাড়িয়ার এলাকার কাছাকাছি পায়রা নদীতে প্রবেশের আগে সাগরের মোহনায় ট্রলারের ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে এ দুর্ঘটনা ঘটে।
ট্রলারটিতে প্রায় দুই শতাধিক যাত্রী ছিল বলে জানা গেছে। স্থানীয়দের সহায়তায় বিভিন্ন নৌকা ও ট্রলারে বেশিরভাগ যাত্রীই তীরে উঠে আসতে পারলেও ৮/১০ জন নিখোঁজ রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি কুয়াকাটা এলাকার বাসিন্দা জয়নালের বলে পুলিশ কর্মকর্তা বাবুল জানান।