নিউজ ডেস্ক:: বরকল থানা পুলিশ গতকাল সোমবার দুপুরে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ভারতীয় ১৫ কেজি জিরা সহ আবু তাহের (৪৩) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে। চোরাচালানের অভিযোগ এনে তার বিরুদ্ধে বরকল থানায় মামলা হয়েছে। তাকে আজ কোটে চালান দেয়া হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।
আবু তাহের দীর্ঘ সময় ধরে পুলিশের চোখে ফাকিঁ দিয়ে ভারতীয় বিভিন্ন মালামাল চোরা পথে এনে বিভিন্ন বাজারে গোপনে পাচার করতো ও বিক্রি করতো। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ১৫ কেজি ভারতীয় জিরা সহ তাকে আটক করা হয়েছে বলে বরকল মডেল থানার এএসআই মোঃ নাজির আহম্মেদ জানান।