বন্দরবাজার মধুবন সুপার মার্কেটে অগ্নিকান্ড
প্রকাশিত হয়েছে : ৪:০৬:৪৯,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক:: সিলেট নগরীর বন্দরবাজারের মধুবন সুপার মার্কেটের নীচ তলায় একটি স্বর্ণের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত সোয়া ৮টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে বলে জানা যায়।
খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। সরজমিনে দেখা যায়, স্বর্ণের দোকানে অগ্নিকান্ড সংঘটিত হলেও দোকানটিতে ডেকোরেশনের কাজ চলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। তবে অগ্নিকান্ডে কেউ হতাহত হয়নি।